করোনার আতঙ্কে ভিড় এড়াতে একগুচ্ছ কর্মসূচি কলকাতা পুরসভার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ মার্চ :
করোনা ভাইরাসের আতঙ্কের পুরসভায় ভিড় এড়াতে একগুচ্ছ কর্মসূচি পুরসভার। বার্থ সার্টিফিকেটের ভিড় এড়াতে ড্রপ বক্স চালু করছে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভায় জানান মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেন, জমায়েত এড়াতেই পুরসভা এমন ভাবনা শুরু করেছে। এছাড়াও মিউটেশনের কাজ যাতে অনলাইনে করা যায় তার চেষ্টা করা হচ্ছে বলে জানান ফিরাদ হাকিম।

কলকাতা পুরসভার কর্মীদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে কয়েকটি ব্যাবস্থা নেওয়া হয়েছে। মেয়র ফিরাদ হাকিম বলেন, পুরসভার কর্মীদের স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে অফিসে প্রবেশ করতে হচ্ছে। বাদ যাবেন না কাউন্সিলার ও মেয়র পারিষদরাও। তারাও হাত ধুয়ে পুরসভায় প্রবেশ করছেন। যতটা সম্ভব কলকাতা পুরসভায় মানুষের ভিড় জমায়েত না করার ব্যবস্থা করছি। পুরসভার কর্মীদের অচেনা মানুষের সঙ্গে কথা বলার সময় মুখে মাস্ক ব্যাবহার করতে বলা হয়েছে। দূরত্ব বজায় রেখে কর্মীদের মানুষের কাছে যেতে বলা হয়েছে বলে জানালেন ফিরাদ হাকিম। পাশাপাশি মেয়র বলেন, আতঙ্কিত হবেন না। সবাই সতর্ক থাকুন। পুরসভা ও রাজ্য সরকার সবসময় আপনাদের পাশে আছে বলে আশ্বাস দেন ফিরাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *