করোনা ভাইরাস আটকাতে মমতার সরকারের প্রস্তুতির অভাব রয়েছে: সূর্যকান্ত

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ মার্চ:
করোনার মতো মারণ ভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের প্রস্তুতি যথেষ্ট নয়। বুধবার আলিমুদ্দিন স্ট্রীটে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন সূর্যবাবু বলেন, আক্রান্তের সংখ্যা শতাংশের হিসেবে কম হলেও তা যথেষ্টই উদ্বেগের কারণ। করোনা মোকাবিলায় জনসচেতনতার ওপর জোর দিতে রাজ্য সরকারকে পরামর্শ দেন তিনি।

প্রয়োজনীয় মাক্সের অপ্রতুলতা নিয়ে এদিন রাজ্যের বিরুদ্ধে সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত মাক্সের ওপর জোর দিতে হবে রাজ্য সরকারকে। যে কোনো মাক্স ব্যবহার কিংবা একটি মাক্স অধিক বার ব্যবহার বিজ্ঞানসম্মত নয় বলেও জানান সূর্যকান্ত মিশ্র। তারপরেও রাজ্যে মাস্ক নিয়ে কালোবাজারি চলছে। তা আটকাতে রাজ্য সরকার সঠিক ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *