আমাদের ভারত, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: সাজানো, শূন্য সভাগৃহে একা বসে মাননীয়া। এই ছবি এবং শিরোনামায় উল্লেখিত বাক্য-সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তথাগতবাবু লিখেছেন, “নাটক কম কর পিও”। তোমার নাটক মানুষ ধরে ফেলেছে।
যোগ্য প্রাথমিকে চাকরিপ্রার্থীরা মানে যাদের চাকরি তোমরা বিক্রি করেছিলে তারা আজও অপেক্ষারত। ৫-৮, ৯-১২, গ্রুপ সি ও গ্রুপ ডি-র বঞ্চিত চাকরি প্রার্থীরা আজও অপেক্ষারত। নিয়োগে দুর্নীতির ফলে যাদের চাকরিগুলো বাজারে আলু, পটলের মতো বিক্রি হলো তারাও অপেক্ষারত।
আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশ এবং প্রশাসনের কীর্তি মানুষ দেখেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেখার জন্য মানুষ আজও অপেক্ষারত। নাটক করে লাভ নেই মাননীয়া। মানুষ উৎসবে মেতে উঠবে এবং সেটা হবে আপনার বিসর্জনের উৎসব।”