আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল নেত্রীর পোষ্যর চিকিৎসায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সংশ্লিষ্ট ভিডিও-সহযোগে এক্স-বার্তায় পেশ করেছেন এই অভিযোগ।
তিনি জানিয়েছেন, গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ তৃণমূল নেত্রী সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুল্যান্সে করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সোমাশ্রী সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতালের স্ত্রী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা।
হাসপাতালের সুপার-সহ চিকিৎসক ও নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন। সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষ।