আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর:
মমতা সরকারকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের উপর হামলার ভয়ংকর চক্রান্ত চলছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ করে এই গুরুতর অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। এই চক্রান্তের পেছনে বামেদের একটি যুব সংগঠন এবং অতি বামপন্থী এক নেতাও রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
কুনাল ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে শকুনের রাজনীতি করার চেষ্টা চলছে। তাই অবিলম্বে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে কড়া নিরাপত্তা দেওয়া হোক। সাংবাদিক বৈঠকে কুনাল একটি অডিও শুনিয়ে দাবি করেছেন, বৃহস্পতিবার নবান্নে যাওয়া জুনিয়ার চিকিৎসকদের ওপর হামলার ছক কষা হয়েছে।
কুনাল ঘোষ এর অডিও সত্যতা আমাদের ভারত যাচাই করেনি। তবে অডিওতে প্রথমে শোনা যাচ্ছে, একজন বলছেন, “সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য।” আরেকজন বলছেন, “অর্ডার হলে করে দিন। যখন বলছে তখন কিছু একটা ভেবেই তো বলেছে।” এরপর প্রথমজন বলছেন, “এত বছর এই কাজ করেছি কিন্তু এ ক্ষেত্রে করাটা কি ঠিক হবে? নিজের বিবেকে লাগছে এখনো জানোয়ার হয়ে যাইনি।”
কুনালের কথায়, “ভাগ্যি দুজনের মধ্যে মতান্তর ঘটেছিল না হলে বৃহস্পতিবারই বড়সড়ো ঘটনা একটা ঘটে যেত।” এর পরে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে নিরাপত্তার কড়াকড়ি দাবি তুলেছে তৃণমূল নেতা।
কুনালের কথায় সোর্স থেকে পাওয়া অডিও থেকে এই বিষয়টি স্পষ্ট জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করে পুরো দোষটা সরকারের ঘড়ে চাপিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। হামলার জন্য বাইরে থেকে লোক আনার পরিকল্পনা করা হচ্ছে। বলা হচ্ছে প্রয়োজনে আন্দোলনকারীদের কয়েকজনের মাথা ফাটিয়ে দিতে হবে। আন্দোলনকারীদের সঙ্গে বিজেপি, সিপিএম, নকশাল যোগ রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন কুনাল ঘোষ। তাঁর কথায়, বলা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ অথচ জুনিয়ার ডাক্তারদের একাংশকে বিজেপির অফিসে বসে থাকতে দেখা যাচ্ছে। আবার বিজেপির একাংশ নেতাকে জুনিয়র ডাক্তারদের মঞ্চে দেখা যাচ্ছে। সিপিএমের লোকজন ঘোরাফেরা করছেন। কশালদের কাউকে কাউকে দেখা যাচ্ছে।
কুনাল বলেন, জুনিয়ার ডাক্তাররা আমার আপনার পরিবারের ছেলে মেয়ে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহানুভূতি রয়েছে। তবে অঘটন ঠেকাতে এখনই ধর্না মঞ্চে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক।