সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া,১৩সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জঙ্গলের গাছে ধাক্কা বাসের। এই ঘটনায় আহত ৩০জন যাত্রী। আজ দুপুরে বাঁকুড়ার সোনামুখী থানার চুড়ামনিপুর জঙ্গলে এই ঘটনা ঘটে। আহতদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্হানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে যাচ্ছিল। চুড়ামনিপুর জঙ্গলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে রাস্তার ধারে গাছে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতরআহত হন বাসটির প্রায় ৩০ জন যাত্রী। এই ঘটনার খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান চাকা ফেটে এই বিপত্তি।