Bankura বাঁকুড়ায় ডেঙ্গুর প্রকোপ, প্রাণ গেল ২ জনের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ সেপ্টেম্বর: বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমনকি জেলার কিছু এলাকায় ক্রমেই ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে যে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে চলতি সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে বলে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে। যার ফলে উদ্বেগ বাড়ছে। জেলা স্বাস্থ্য দফতরের মতে চলতি বছরে এখনও অবধি জেলায় ৭৩৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। শুধুমাত্র পুনিশোল এলাকাতেই ২৫০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। জেলার প্রায় সব ব্লকেই ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গেছে। ওন্দা ব্লকের পুনিশোলে ডেঙ্গুর দাপট সব থেকে বেশি। এই এলাকায় ২৭৬ জনের শরীরে ডেঙ্গি সক্রিয় রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই আক্রান্তদের ওন্দা-সহ বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার অর্পণ গোস্বামী জানান, ১৯ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এখনও অবধি দু’জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ৷ মৃতরা ইন্দপুর ও ওন্দা থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে গত শনিবার৷ আরেকজনের মৃত্যু হয়েছে সোমবার৷ দু’জনেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই দুই রোগীই ষাটোর্ধ্ব ছিলেন৷ ডেঙ্গি ছাড়াও তাঁদের বেশ চলতি বছরে বাঁকুড়ায় এই প্রথম ২ জনের মৃত্যু হল ডেঙ্গিতে৷ তবে হাসপাতালেচিকিৎসাধীন সকলেই স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *