BJP, Naihati, কলেজের প্রাক্তনীদের মিছিলে শাসক দলের আক্রমণ, প্রতিবাদে নৈহাটিতে বিক্ষোভ মিছিল বিজেপির

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ সেপ্টেম্বর: নৈহাটিতে ৮ সেপ্টেম্বর তিলোত্তমা হত্যার প্রতিবাদে যে মিছিল বের হয়েছিল কলেজের প্রাক্তনীদের সেই মিছিলে শাসক দলের লোকেরা আক্রমণ চালায়। তারই প্রতিবাদে শুক্রবার নৈহাটির স্টেশন সংলগ্ন বড়মার মন্দিরের সামনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, বিধায়ক পবন সিংহ, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনের সামনে চলা ডাক্তারদের ধর্না কর্মসূচি প্রসঙ্গে স্পষ্ট করে জানিয়ে দেন যে ওই আন্দোলন অরাজনৈতিক হলেও তাতে বিজেপির সম্পূর্ণ সমর্থন রয়েছে।

এদিন তিনি ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে বলেন,
“মুখ্যমন্ত্রী দুই ঘণ্টা আদৌও অপেক্ষা করেননি, বরং তিনি একটা ছবি তোলার জন্য ওখানে বসেছিলেন। এই
ছবিটা তিনি সুপ্রিম কোর্টকে দেখাবেন। তবে মিটিং- এর লাইভ করাই যেতো, মুখ্যমন্ত্রী লাইভ করা নিয়ে যা বলছে সবটা মিথ্যে। জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন যে তাদের মেরুদন্ড সোজা রয়েছে, আর সেটা তাদের শরীরের ভেতরে রয়েছে। আন্দোলনরত ডাক্তারদের ওপর কোনো হামলা হলে আমার কেউ ছেড়ে দেব না। তবে মুখ্যমন্ত্রী বর্তমানে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর কথা বলছেন। দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন, আর করোনার সময়, ডেঙ্গুর সময় এই মৃত্যুর সংখ্যা কমিয়ে দিতেন।”

এদিন তিনি আবারও মনে করিয়ে দেন যে, রাজ্যে যে আন্দোলন চলছে তাতে দলীয় পতাকা ছাড়াই বিজেপির নেতা কর্মীরা সব সময় আন্দোলনকারীদের সাথে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *