কাঁথির সভার আগে  শিশির ও দিব্যেন্দুকে নিয়ে জল্পনা 

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ডিসেম্বর:
শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। এবার নতুন করে একই জল্পনা শুরু হয়েছে অধিকারী পরিবারের অন্য দুই সাংসদকে ঘিরে। তারাও কি বিজেপিতে যাচ্ছেন? যদিও দিব্যেন্দু অধিকারি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে তিনি রাজনীতি করেন সুতরাং তার তৃণমূল ছেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

বুধবার কাঁথিতে তৃণমূলের জনসভা রয়েছে। সেখানে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারির উপস্থিতি থেকে তাদের তৃণমূলের প্রতি আস্থা অনাস্থার বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ শিশির অধিকারী এবং তমলুক কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিবারের আরেক সদস্য সৌমেন অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান রয়েছেন। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর পরিবারের এই তিন সদস্যের অবস্থান কী হবে তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজ্য রাজনীতিতে।

বুধবার কাঁথিতে তৃণমূলের সভায় বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শমতো শুভেন্দুকে বোঝানোর দায়িত্ব পেয়েছিলেন সৌগতবাবু। কিন্তু শুভেন্দু তার সিদ্ধান্তে অটল থাকায় সৌগত রায় পরে বলেছিলেন শুভেন্দু বিজেপিতে গেলে তার মুখ দর্শন করব না। ফলে বুধবারের কাঁথির জনসভায় স্বাভাবিকভাবেই শুভেন্দুকে আক্রমণ করতে পারেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে ওই সভায় শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী উপস্থিত থাকবেন কিনা রাজনৈতিক মহলে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *