স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ ডিসেম্বর: তৃণমূলকে ভোট না দিলে ভোটারদের খুনের হুমকি দেওয়া দেওয়াল লিখনকে সামনে রেখে নদিয়ার শান্তিপুরে আন্দোলনে নামল বিজেপি। রবিবার সকালে নদিয়ার শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে কিছু দেওয়াল লিখন দেখতে পান স্থানীয় মানুষজন। যাতে লেখা ছিল তৃণমূলের বাইরে কাউকে ভোট দিলে রক্ত গঙ্গা বইবে, বিজেপিকে ভোট দিলে শ্রাদ্ধের ব্যবস্থা করা হবে। এর পরই দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি।
শান্তিপুরের তৃণমূল সহ সভাপতি অরবিন্দ মৈত্র জানান, তৃণমূল এই ধরনের দেওয়াল লিখন বরদাস্ত করে না। যারা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে দলের বদনাম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
শান্তিপুর শহর এক নম্বর মণ্ডলের সভাপতি বিপ্লব কর জানান, তৃণমূল সরকারের সঙ্গে এখন পুলিশের ক্রিমিনাল ছাড়া আর কেউ নেই তারা বুঝে গেছে। যখন শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ড থেকে শয়ে শয়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে তখন তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই তারা হুমকি দিচ্ছে বিজেপিকে ভোট দিলে তাদেরকে খুন করে দেওয়া হবে। তাদের বাড়ির মা বোনদের বিধবা করে দেওয়া হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি দোষীরা যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছে আমাদের অনশন চলবে।