স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ নভেম্বর: “দয়া নয়, করুনা নয়, চাই ন্যায্য অধিকার।” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করল রায়গঞ্জ কর্নজোড়ায় অবস্থিত মূক ও বধির বিদ্যালয় সূর্যোদয় হোম। জেলা সমাজ কল্যাণ দপ্তরের ব্যাবস্থাপনায় সূর্যোদয় হোমে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানের সূচনা করেন জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে, এডিএম মৃদুল হালদার, জেলা সমাজ কল্যাণ আধিকারিক স্বাতী রায় দত্ত এবং সূর্যোদয় হোমের প্রিন্সিপাল পার্থ সারথী দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হোমের এক দৃষ্টিহীন ছাত্রীর সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনের পাশাপাশি মূক ও বধির ছাত্রীদের নৃত্য পরিবেশন অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলে।
বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যে এবং তাঁদের পড়াশুনা ও কারিগরি শিক্ষাদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এইসব মূক ও বধির ছাত্রছাত্রীদের পাশে রয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এদের মধ্যে সবরকম যোগ্যতা রয়েছে প্রয়োজন শুধু সহযোগিতার। এইসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সমাজের মূলস্রোতে নিয়ে আসতে সকলকে এগিয়ে আসার বার্তা দেন তিনি।