আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ ডিসেম্বর: কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে এবার পথে নামল উত্তর ২৪ পরগনার তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে দলীয় পতাকা নিয়ে অশোকনগরে মিছিল করে তৃণমূল। গোলবাজার থেকে চৌরঙ্গী হয়ে মিছিল হয় অশোক নগরের ৮ নম্বর মোড় পর্যন্ত। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কেন বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে বিজেপি, তার প্রতিবাদ জানানো হয় এদিনের মিছিল থেকে। এরপর অশোকনগর ৮ নম্বর মোড়ে জিরাট রোডের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।