অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের খাড়বান্দিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক্টরটি খাড়বান্দির দিকে থেকে বড়ামসাল আসার পথে হটাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেচখালে উল্টে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।