125th Anniversary, Ramakrishna Mission, সারগাছির রামকৃষ্ণ মিশন আশ্রমের ১২৫তম বর্ষপূর্তিতে ডাক বিভাগের স্পেশাল কভার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ এপ্রিল: সারগাছির রামকৃষ্ণ মিশন আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে সারগাছি আশ্রম ডাকঘর প্রাঙ্গণে শনিবার একটি স্পেশাল কভার উন্মোচন করেন ডাক বিভাগের কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারাল সঞ্জীব রঞ্জন।

সাম্প্রতিককালে জনগণের মধ্যে, বিশেষত ছাত্রছাত্রীদের মধ্যে, ফিলাটেলির (ডাকটিকিট সংগ্রহ) প্রচারে ডাকবিভাগের বিশেষ প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে স্পেশাল কভার একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী অখন্ডানন্দজী মহারাজ ১৮৯৭ খ্রিস্টাব্দে সারগাছিতে দুঃস্থ ও গরিব মানুষের সেবার উদ্দ্যেশে রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি এবং ভারতীয় ডাকবিভাগের মত দুই ঐতিহাসিক সংস্থার ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল কভার উন্মোচন। শ্রীমৎ স্বামী অখন্ডানন্দজী মহারাজকে এবং তাঁর “শিব জ্ঞানে জীব সেবা” – এই মহান ব্রতকে স্মরণীয় করে রাখার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রম অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ এবং মুর্শিদাবাদ ‘মণ্ডল’-এর ডাক অধীক্ষক সমর গোলদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *