পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৭ এপ্রিল: ভোট বড় বালাই। তাপমাত্রা যেন কোনো ব্যাপার নয়। দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করে গ্রামীণ এলাকায় গিয়ে প্রচার সারলেন তিনি।
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রাদেবী। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভাব অভিযোগ।
শুধু প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।