আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ এপ্রিল: চাঁদিফাটা রোদ্দুর উপেক্ষা করে নৈহাটি থেকে ট্রেনে চড়ে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত অভিনব নির্বাচনী প্রচার সারলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক।প্রতিটি রেলের কম্পার্টমেন্টে উঠে ট্রেন যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় পর্ব ছাড়াও আগামী দিনে চাকরির প্রার্থীদের জন্য স্টাডি সেন্টার খোলার কথা জানান ট্রেন যাত্রীদের।
নৈহাটি রেল স্টেশনে এসে নিজের গাঁটের কড়ি খরচ করে রিয়েল কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে চাপেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান, পাড়ায় পাড়ায় প্রচার-পর্ব সাড়ালেও অফিস যাত্রীদের সঙ্গে তেমনভাবে যোগাযোগ না হওয়াতে আজকের এই ট্রেনে সফর করে নির্বাচনী প্রচার সারলাম।
শেখ শাহজাহান প্রসঙ্গে পার্থ ভৌমিক জানান, দল তাকে বহিষ্কার করেছে। তার পাশাপাশি তিনি আরো জানান, পুলিশ যদি শাজাহানকে গ্রেপ্তার না করতো তাহলে কী এত অস্ত্র উদ্ধার হতো? সাম্প্রতিক সন্দেশখালিতে অস্ত্র সম্ভার উদ্ধার করার প্রসঙ্গে তাঁকে এই মত ব্যক্ত করতে দেখা গেল।