Dumping ground, Sonamukhi, ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ সোনামুখী পুরসভার

আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ মার্চ: দীর্ঘ প্রতিক্ষার পর সোনামুখী পুরসভায় আবর্জনা ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড তৈরী হতে চলেছে। পুরশহর গঠনের প্রায় ১৪০ বছর পর এই উদ্যোগে আশাবাদী পুর নাগরিকরা।

পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানাগেছে। এই কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশিকাও দেওয়া হয়েছে। সোনামুখী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদক বাজার সংলগ্ন এলাকায় ৬ একর ৪৪ শতক জায়গায় শুরু হয়েছে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ। এই ডাম্পিং গ্রাউন্ডে বসানো হচ্ছে ‘ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট’। এই ইউনিটের মাধ্যমে সোনামুখি পুর শহরের আবর্জনা থেকে জৈব সার তৈরি করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের। এতে সোনামুখী শহর যেমন পরিচ্ছন্ন থাকবে তেমনি ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থান হবে।

১৮৮৬ সালে পথ চলা শুরু করে সোনামুখী পৌরসভার। তারপর প্রায় ১৪০ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই। আবর্জনা ফেলা হতো বিভিন্ন জায়গায়। কুকুর ও গবাদি পশু অনেক সময় আবর্জনা টেনে রাস্তায় ছড়িয়ে দিত, এতে দুর্গন্ধও ছড়িয়ে পড়তো এলাকায়, ভোগান্তি হতো শহরবাসীর। সেই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ও ছিল।

শহরবাসীদের বক্তব্য, এসব সমস্যার কথা জানিয়ে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য তারা বারবার আবেদন করেছেন। তাই এই উদ্যোগে শহরবাসী খুশি। পুরসভা সূত্রে জানাগেছে যে, উন্নত ডাম্পিং গ্রাউন্ডের জন্য পারশোল মৌজার আদরববাজার এলাকায় ৬ একর ৪৮ শতক জায়গা চিহ্নিত করা হয়েছে। জমি ভরাটের জন্য প্রাথমিক ভাবে ২৪ লক্ষ ২৫ হাজার ২৫৫ টাকা বরাদ্দ হয়েছে। তারপর মূল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হবে।

সোনামুখী শহরের অধিবাসী রতন ব্যানার্জি, হরিসাধন দত্ত ও গৌতম চেল প্রমুখদের বক্তব্য, জেলার অন্যতম প্রাচীন শহর সোনামুখী। শহরের পরিধি তুলনামূলক কম হলেও ঘন জনবসতিপূর্ণ। এরজন্য শহরের রাস্তাগুলি বেশ সংকীর্ণ। শহরের সর্বত্র বড় গাড়ি ঢুকতে পারে না। পুরসভার ছোট গাড়িতে করে ময়লা তোলা হয়। সেই ময়লা বিভিন্ন জায়গায় ফেলা হয়। এবার সেই সমস্যা মিটবে বলে আশাপ্রকাশ করেছেন পুরবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *