পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ মার্চ: হোসিয়ারি শ্রমিকদের রাজ্য সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে অবিলম্বে বকেয়া চার (২০২২, ২৩, ২৪, ২৫) বছরের মজুরি বৃৃদ্ধি কার্যকর সহ বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ বিকেলে শ্রমিকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কোলাঘাটের বাঁকাডাঙ্গায় ইউনিয়ন অফিসের ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা, সহ সভাপতি নেপাল বাগ, যুগ্ম সম্পাদক তপন কুমার আদক প্রমুখ।
নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত চার বছরে সরকার মোট ৭ বার মজুরি বৃদ্ধি করলেও আজও হোসিয়ারি মালিকরা সেই বর্ধিত মজুরি শ্রমিকদের দেয়নি। অবিলম্বে ওই মজুরি কার্যকর করার দাবিতে কলকাতায় শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন সহ শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে নানা ধরনের আন্দোলনের কর্মসূচি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।