পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড তৃণমূল দলীয় কার্যালয় অর্থাৎ ব্লক তৃণমূল দলীয় কার্যালয় ভবনে ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সম্পাদক রাজীব ঘোষ, ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার, অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ, অঞ্চল প্রধান মণিকাঞ্চন রায় সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। আগামী দিনে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা পরীক্ষা-নিরীক্ষা করা যাতে ভুতূড়ে ভোট চিহ্নিত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এদিন।