আমাদের ভারত, ৪ জুলাই: সোদপুর ফ্লাইওভারের দ্রুত সংস্কার প্রয়োজন। প্রত্যেক সপ্তাহের শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্রিজ সম্পূর্ণ বন্ধ রেখে এই কাজ হচ্ছে। এই সপ্তাহান্তেও হবে এই কাজ।
চলতি মাসের ১৯ তারিখ রাত থেকে ওই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় বিকল্প রাস্তা হিসেবে একফোর্ড রোড ও রামচন্দ্রপুরের রাস্তা দিয়ে বাস, লরি–সহ সমস্ত গাড়ি যাতায়াত করবে। ব্রিজ বন্ধ থাকলে যানজটে নাকাল হওয়ার আশঙ্কা থেকে যায় সোদপুরে।
সেই কারণে এবারেও আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ। ব্যারিকেড করে কোথায় গাড়ি রাখা হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।