EMU, Matla Halt, শিয়ালদহ ডিভিশনের মাতলা হল্ট স্টেশনে চারটি ইমু লোকালের সাময়িক স্টপেজ

আমাদের ভারত, ৪ জুলাই: আগামী ৭ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত কিছু ইমু (ইএমইউ) ট্রেনকে মাতলা হল্ট স্টেশনে অস্থায়ী ভিত্তিতে (৩ মাসের জন্য) অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রেনগুলোর মধ্যে আছে ৩৪৫২১ ক্যানিং– শিয়ালদহ ইএমইউ লোকাল, ৩৪৫২৭ ক্যানিং– শিয়ালদহ ইএমইউ লোকাল, ৩৪৫৩৬ শিয়ালদহ- ক্যানিং ইএমইউ লোকাল এবং ৩৪৫৩৮ শিয়ালদহ- ক্যানিং ইএমইউ লোকাল। এগুলো যথাক্রমে ০৭:২৬, ১০:০৮, ১৭:৩৯ এবং ১৮:১৭ টায় মাতলা হল্ট স্টেশন থেকে থামবে এবং ছেড়ে যাবে।

প্রসঙ্গত, ইমু (ইএমইউ) কথাটি রেলে ব্যবহৃত অতি পরিচিত শব্দ। এর পুরো অর্থ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *