আমাদের ভারত, ২৬ মার্চ: কোনা এক্সপ্রেসওয়েতে ছিনতাই। সুবিমল দে নামে এক ব্যবসায়ীকে রিভলবারের বাট দিয়ে মাথায় আঘাত করে দেড় লক্ষ টাকা, আংটি, চেন ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালায় তিন দুস্কৃতি।গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে।
শনিবার রাতে টাকা কালেকশন করে কলকাতা থেকে ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন ওই লোহার ব্যবসায়ী। কোনা এক্সপ্রেসওয়েতে বেতর ক্রসিং নামেন। সিগমা হোটেলের সামনে ওই তিন ছিনতাইবাজ দাঁড়িয়ে ছিল। তারা এগিয়ে এসে কাগজ দেখিয়ে একটি ঠিকানা জানতে চায়। কিছুক্ষণ কথাবার্তার পরই সব টাকা পয়সা দিয়ে দিতে বলে। তিনি বাঁধা দেওয়ায় রিভলবার দিয়ে মাথায় কয়েকবার আঘাত করে। এরপর দেড় লক্ষ টাকা, আংটি, চেন ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তিনি রাস্তায় পড়ে ছিলেন।
ছবি: এখানেই ছিনতাই হয়।
পরে নৈশপ্রহরী দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। গতকাল তিনি ছাড়া পেয়ে সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন চ্যাটার্জি হাট থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।