বিজেপির বুথ সভাপতির দোকান ও বাড়ি ভাঙ্গচুর, উত্তপ্ত খানাকুল

গোপাল রায়, আরামবাগ, ১৬ মার্চ: আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি রাজকুমার ঘোড়ুই’য়ের চায়ের দোকান ভাঙ্গচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি দুটি মোটর বাইকও ভাঙ্গচুর করা হয়। এর পাশাপাশি বিজেপির মাচায় আগুন জ্বালিয়ে লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে খানাকুলের কিশোরপুর ২ নম্বর অঞ্চলের কিশোরপুর এলাকায়।

জানা গেছে, তৃণমূলের অঞ্চল প্রধান সন্দীপ বরের অবর্তমানে তার ডান হাত সনাতন পড়েল ও তার দলবল এই ঘটনা ঘটায়। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

বিজেপি সভাপতি রাজকুমার ঘোড়ুই অভিযোগ করেন, বিজেপি করার কারণে গতকাল রাতে আমার বাড়ি ও দোকান ভাঙ্গচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তার পাশাপাশি দুটি মোটর বাইক ও মাচাতে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূলে লোকজন। ভাঙ্গচুর করা হয়েছে বাড়ির এসবেস্টার, গেট, জানালা, জলের পাইপ ও দোকানের আসবাবপত্র সহ যাবতীয় জিনিস। আমরা বিজেপির উপর নেতৃত্বেকে জানিয়েছি যা ব্যবস্থা নেবার ওনারা নেবেন।

বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, ওখানকার তৃণমূলের প্রধান সহকারি আমাদের কর্মীকে মারধর করে এখন জেলে আছে। তারই লোকজন গতকাল রাতে আমাদের কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। তার পাশাপাশি দুটি মোটরবাইক ভাঙ্গচুর করে। তৃণমূল সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে। মানুষ তৃণমূলের পাশ থেকে সরে গেছে। আমরা চাই ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *