আমাদের ভারত, হাওড়া, ১৬ মার্চ: করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই বেলুড় মঠে ভক্ত সমাগম নিয়ন্ত্রন করা হয়েছে। আর এর জেরে সোমবার মঠে আসা ভক্তদের মধ্যে অনেকেই নিরাশ হয়েছেন। চেনা বেলুড় মঠ এদিন ছিল কার্যত সুনশান। অনেকেই ফিরে গেছে দর্শন না করেই। এদিন যারা এসেছিলেন তাদের অনেকেই প্রসাদের আশায় এসেছিলেন। কিন্তু প্রসাদ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান ভক্তরা।
রবিবার বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার মধ্যে ভোগ বিতরণ, প্রসিডেন্ট মহারাজকে দর্শন এবং বিশেষ করে মন্দিরে আরতির সময় একসঙ্গে বসে আরতি দেখা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। আগত ভক্তদের জন্য বেলুড় মঠ বিশেষ ব্যবস্থা হিসাবে স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী তৈরি করেছে, যারা সারিবদ্ধ ভাবে ঠাকুরকে প্রনাম এবং দর্শনের সুযোগ করে দেবেন। এছাড়াও মন্দিরে পাশে এবং বিভিন্ন জায়গায় যে জায়ান্ট স্ক্রিন আছে সেখানেও বসে যাতে ভক্তরা আরতী দেখতে পায় সেটার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গেস্টহাউস আপাতত বন্ধ রাখা হচ্ছে। সতর্কতামূলক বিভিন্ন পোস্টার এবং বোর্ডও বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে।