আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ জানুয়ারি: রক্ষকই, ভক্ষক। এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই সেকেন্ড অফিসার সুব্রত গুণ। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ ধৃতের বিরুদ্ধে তরুণীকে থানার পাশে ভাড়া বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী শিলিগুড়ির বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন। রাজগঞ্জ থানায় মামলা সংক্রান্ত বিষয়ে ওই তরুণীকে বার বার ফোন করে ডেকে এনেছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার সুব্রত গুণ। এরপর ওই তরুণীকে ধর্ষণ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠে পুলিশ অফিসারের বিরুদ্ধে। ওই তরুণী শিলিগুড়ি থানায় গত শুক্রবার অভিযোগ জানায়। সেই অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানার স্থানান্তর করা হয়৷ জলপাইগুড়ির মহিলা থানা অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করে। জেলা পুলিশ অভিযুক্তকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে এসে তদন্ত শুরু করে। এদিন অভিযুক্তকে গ্রেফতার করে জেলা আদালতে তোলা হয়।
সহকারি সরকারি আইনজীবী সোম্য চক্রবর্তী জানিয়েছেন, “এ দিন মামলাটি সিজেএম কোর্টে উঠেছিল। বিচারক অভিযুক্ত পুলিশ অফিসারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তের পক্ষের আইনজীবীকে প্রয়োজনীয় তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে।”
ধৃত পুলিশ অফিসারকে আদালতে তোলার সময় তিনি জানায়, ‘আমি নির্দোষ’। অভিযুক্তের পক্ষের আইনজীবী অত্রি শর্মা বলেন, “আইনের উপরের ভরসা রয়েছে, অভিযোগ যখন হয়েছে আমরা চাইছি সত্য ঘটনা বের হয়ে আসুক। ‘ধর্মের কল বাতাসে নড়ে’ সত্য চাপা থাকবে না। আর অভিযোগ তো সবার বিরুদ্ধে করা যায়।”