Makar, Jangalmohal, জঙ্গলমহলে শুরু মকর পরব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: মঙ্গলবার থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে মকর পরব। রাঢ় বাংলায় টুসু পুজোকে কেন্দ্র করে প্রাচীন জনজাতিগুলির সেরা উৎসব হওয়ায় একে টুসু পরবও বলা হয়। বাড়িতে নতুন ধান ওঠার পর তিন দিন ধরে চলা এই মকর পরবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কার্যত উৎসবের মেজাজে থাকে। ছোটনাগপুর অঞ্চল সংলগ্ন এই ৪ জেলায় মাহাত, সান্তাড়, ভূমিজ, মুন্ডা, লোধা- শবর জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে শামিল হন।

রবিবার টুসু জাগরণের রাত থেকে ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে- পুলি তৈরির ধুম পড়ে যাবে। এই চার জেলার হাট বাজারগুলিতে চৌডল এবং টুসু প্রতিমা বিক্রি হচ্ছে। এই প্রতিমা নিয়েই তিনদিন ধরে চলে টুসু গান। টুসুকে মাথায় নিয়ে গান এবং করতাল ও মাদলের বাজনার তালে তালে বাসিন্দারা নাচও করেন। প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মকর সংক্রান্তির দিন সকাল বেলা স্নান করে নতুন জামা কাপড় পরে, তাই পোশাকের দোকানগুলিতে ভিড় জমেছে। পরবের এই তিন দিন বিভিন্ন এলাকায় মোরগ লড়াই এবং মকর মেলা হয়ে থাকে।

সংক্রান্তির দিন সকালে মকর ডুব দিয়ে পিঠে খাওয়ার পর নতুন জামা কাপড় পরে সেই সব মেলায় যান গ্রাম বাংলার মানুষ। মেলায় চৌডোলে বসানো টুসু প্রতিমার প্রদর্শনীও হয়। উৎসবের শেষ দিন টুসু নাচ গানে মেতে বিকেলে নদীর জলে টুসুকে বিসর্জন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *