NIA, Priyangu Pandey, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালনার ঘটনায় এনআইএ’র হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ আমিন

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ জানুয়ারি: ভাটপাড়ার বিজেপি নেতা তথা অর্জুন সিং ঘনিষ্ট প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালনার ঘটনায় এনআইএ’র হাতে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত মহম্মদ আমিন ওরফে সোনু।

প্রসঙ্গত, ওই দিন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, চালানো হয় গুলি। যদিও তিনি বরাত জোরে বেঁচে যান, জখম হয় তার গাড়ির চালক। এই ঘটনার পর পুলিশি তদন্তে অসন্তুষ্ট বিজেপি নেতা দ্বারস্থ হন এনআইএ’র। এরপর তদন্ত ভার পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এনআইএ। এই গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলা হয় সোনুর বিরুদ্ধে। তদন্তের জন্য তাকে বারবার তলব করে এনআইএ। কিন্তু সেই ডাকে সাড়া না মেলায় অবশেষে গতকাল এনআইএ’র তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞেসাবাদের জন্য সোনু’কে আটক করে নিয়ে যায় আজ তাকে গ্রেপ্তার করে এনআইএ।

“আমাকে খুন করার চক্রান্ত করেছিল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এই সোনু তার সাগরেদ। এই গ্রেপ্তারের পর আমার আশা, সোমনাথ শ্যামকে দ্রুত গ্রেপ্তার করা হবে এনআইএ’র তরফ থেকে,” সোনু গ্রেপ্তার হওয়ার পর সংবাদ মাধ্যমকে একথা বলেন বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডে।

অপরদিকে সোমনাথ শ্যামের দাবি, যাদেরকে এনআইএ গ্রেপ্তার করেছে তারা প্রিয়াংঙ্গু পান্ডের ঘনিষ্ট। বিভিন্ন অনুষ্ঠানে ধৃতদের ছবি রয়েছে এই বিজেপি নেতার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *