আমাদের ভারত, ২৯ জানুয়ারি: প্রয়াগরাজের মহাকুম্ভে দুর্ঘটনার পর গঙ্গাসাগর মেলার উদাহরণ দিয়ে ‘শিক্ষা’ নেওয়ার কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার এক্স হ্যান্ডলে মমতার পোস্ট, “কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নিহতদের শোকস্তব্ধ পরিজনদের সমবেদনা জানাই। আমাদের গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি, এ ধরনের বিপুল জনসমাগমের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয়। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।”
মঙ্গলবার মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে যে কয়েক কোটি মানুষ জড়ো হবেন, তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। তার পরেও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না, বিরোধী অনেক নেতার মতো সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।