আমাদের ভারত, বনগাঁ, ২৫ মার্চ: করোনা মোকাবেলায় জেলা শাসকের তহবিলে এক কোটি টাকা তুলে দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। করোনা সক্রমন থেকে বনগাঁ
লোকসভার কেন্দ্রের মানুষদের রক্ষার জন্য এই উদ্যোগ সাংসদ শান্তনু ঠাকুরের।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন অনাবাসী ও ভারতীয়দের কাছে সাহায্য করার জন্য। ইতিমধ্যেই বিজেপির বহু সাংসদ তারা তাদের তহবিল থেকে আর্থিক সাহায্য করেছেন। এবারে বনগাঁ লোকসভার সাংসদ এক কোটি টাকা জেলা শাসকের তহবিলে দেন। এ বিষয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আমার সাংসদ কোটার এক কোটি টাকা আমি জেলাশাসকের হাতে তুলে দিয়েছি। তিনি সেই টাকার সঠিক কাজে লাগাবেন বলে মনে করি। তিনি বলেন, আমি বনগাঁ লোক সভার মানুষের পাশে ছিলাম আছি থাকবো। কোনও সমস্যা হলে আমাকে ফোন করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব।