করোনার থাবা!অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল এন পি আরের কাজ

আমাদের ভারত,২৫ মার্চ:দেশবাসী দিন কাটাচ্ছেন করোনা আতঙ্কে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় ২১ দিনের লক ডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখতেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই পদক্ষেপ সরকারের। এবার সেই কারণেই প্রথম ধাপের জনগণনার কাজও পিছিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল এনপিআরের কাজ। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত হবেনা জাতীয় নাগরিক পঞ্জী বা এন পিআরের কাজ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকপঞ্জি কাজ শুরু করা হোক। কিন্তু করোনার এইভয়াবহ পরিস্থিতিযে সেই কাজ আপাতত দেশের কোথাও আর করা হবে না। পরবর্তী নোটিশ এলে তবেই শুরু হবে কাজ। বুধবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৬। লকডাউনকে সফল করতে প্রশাসন নিচ্ছে একাধিক পদক্ষেপ। প্রয়োজনে রাজ্য সরকারকে কারফিউ জারি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *