চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২৫ মার্চ: লাঠি হাতে আইনের শাসন কাকে বলে বুধবার দিনভর করোনা সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে তুললেন রাজ্যের পুলিশকর্মীরা। নাগরিক লকডাউন মানছেন না, এমনটা মনে হলেই তাঁরা সংশ্লিষ্ট নাগরিককে বেধড়ক লাঠিপেটা করেছেন। যাঁকে লাঠিপেটা করলেন, তাঁর শরীরে করোনা ভাইরাস রয়েছে কি না, জানার প্রয়োজনও তাঁরা বোধ করেননি। সেই লাঠি দিয়েই এর পর পিটিয়েছেন অন্য কোনও লকডাউন ভঙ্গকারীকে। যার ফলে, পুলিশের কারণে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর তীব্র আশঙ্কা তৈরি হয়েছে বলেই মনে করছে চিকিৎসক মহল।
শুধু তাই নয়, দোকান-বাজারে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে পরস্পরের থেকে কতটা দূরত্ব রাখতে হবে, তা সেখালেও যাবতীয় করোনাবিধি উপেক্ষা করে এদিন দিনভর গাদাগাদি করেই গাড়িতে চেপে টহল দিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের। যে লাঠি দিয়ে লকডাউন ভঙ্গকারীকে পিটিয়েছেন, সেই লাঠিই শরীরের সঙ্গে লাগিয়ে তাঁরা গাড়িতে চেপে অন্যত্র টহল দিতে গিয়েছেন। এদিন রাজ্যের সর্বত্রই ছবিটা ছিল একইরকম।
চিকিৎসকরা মনে করছেন, এতে টহলদারির দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে ব্যাপকহারে করোনার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আর, তেমনটা হলে, রাজ্যের শাসন বিভাগে ব্যাপক সমস্যা দেখা দেবে। শুধু তাই নয়, থানার পুলিশকর্মীদের সঙ্গে নিয়মিত যোগসূত্রের কারণে সমাজের বিভিন্নস্তরের মানুষের মধ্যেও করোনা ভাইরাস ছড়ানোর তীব্র আশঙ্কা রয়েছে বলেই চিকিৎসক মহলের ধারণা।