অমরজিৎ দে, ঝাড়গ্রাম , ২৫ মার্চ: দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন। আর এই লকডাউন উপেক্ষা করে কারখানায় কাজ চালাচ্ছে ৫৫০ শ্রমিক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল রেশ্মি স্পঞ্জ আয়রন কারখানার।
করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বে। আতঙ্কিত সমস্ত মানুষ। করোনা মোকাবিলায় ঘোষণা করা হয়েছে দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে খোলা রয়েছে জিতুশোল রশ্মি স্পঞ্জ আয়রন তৈরীর কারখানা। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রায় ৫৫০ জন শ্রমিক। বুধবারও কাজে যোগ দিতে দেখা গেল শ্রমিকদের। লক ডাউনের সময় যেখানে ৭ জনের বেশি মানুষকে একসাথে থাকতে বারণ করা হয়েছে, সেখানে এই কারখানায় কাজ চালিয়ে যাচ্ছেন একসাথে ৫৫০ শ্রমিক। অনেকেই বাইরে থেকে এসেও কাজ করছে বলে অভিযোগ। এই ঘটনা দেখে আতঙ্কিত জিতুশোলের মানুষ।