আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:
লকডাউন ও বিদ্যালয়ের ছুটিতে সৃষ্টিশীল থাকছে অনেকেই। করোনা সচেতনতা বিষয়ে নিজের ভাবনা রঙ তুলিতে নিজের মতো ফুটিয়ে তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্রী দেবদ্যুতি চাবড়ী। তার এই প্রচেষ্টায় খুশি পিতা শিক্ষক সঞ্জয় সখা চাবড়ী ও মা গৃহবধূ সূর্যতপা চাবড়ী। সঞ্জয় বাবু মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক। দেবদ্যুতি আনন্দপুর বিদ্যাসাগর শিশু মন্দিরের তৃতীয় শ্রেণির প্রতিভাবান ছাত্রী। আঁকার পাশাপাশি দেবদ্যুতি আবৃত্তি, নৃত্য ও যোগব্যায়ামেও যথেষ্ট পটু।