আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: গরুকে রাষ্ট্র মাতা ঘোষণা করা হোক, এই দাবি জানিয়ে মোদী সরকারকে সময়সীমা বেঁধে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তাশ্বরানন্দ সরস্বতী। ১৭ মার্চ অর্থাৎ ৩৩ দিনের মধ্যে সরকার যদি এই ঘোষণা না করে তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
হিন্দু সংগঠনগুলির দীর্ঘ দিনের দাবি ছিল, গরুকে রাষ্ট্র মাতা ঘোষণা করা হোক। তবে এই দাবিকে এতদিন আমল দেয়নি কেন্দ্র সরকার। যার ফলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শঙ্করাচার্য। তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গো মাতাকে রাষ্ট্র মাতা হিসেবে ঘোষণা করতে হবে। যদি তা না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবসের আয়োজন করা হবে। সেখানে থেকে আমরা আন্দোলন শুরু করব। পরবর্তী রণকৌশল সেখানে ঠিক হবে।
দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরা নন্দ সরস্বতী। ২০২৩- এর ২০ নভেম্বর গোপাল মণি নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে গো ক্রান্তি মঞ্চ আয়োজন করা হয়েছিল। সেখানে শঙ্করাচার্য পিঠের সমর্থনে আন্দোলন শুরু হয়।ইতিমধ্যেই এই ইস্যুতে তিনটি গো সংসদ আয়োজিত হয়েছে। ২০২৪ সালের গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রা করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকার এই বিষয়ে কোনো কথা বলেনি তখন। কিন্তু এবার কেন্দ্রকে চরম সময়সীমা বেঁধে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য।