আমাদের ভারত, ২২ মে: আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মঙ্গলবার আইপিএল ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। খুশির খবর নাইটদের সাজঘরে। এর মধ্যেই দলের মালিক শাহরুখ খানের অসুস্থতার খবর উদ্বেগ-উৎকণ্ঠায় রেখেছে কেকেআর শিবিরকে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিং খান।
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের কার্যত দুরমুশ করে পিটে ফাইনালে চলে গিয়েছে নাইটরা। শাহরুখের আনন্দের সীমা ছিল না। কাল খেলার পরে একাই মাঠ কাঁপিয়েছেন শাহরুখ। যেরকম কিং খান শো দেখতে অভ্যস্ত ইডেনের ক্লাব হাউসের সামনের লন বা লোয়ার টিয়ার। কিন্তু আমদাবাদে গত দু’দিন তাপমাত্রা কার্যত মাত্রা ছাড়িয়েছিল। গুজরাতের পাঁচ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আমদাবাদেও প্রায় একই অবস্থা। আগেরদিন রীতিমত লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দরাবাদকে একপ্রকার উড়িয়ে দিয়েছে কেকেআর। দলের ছেলেদের উৎসাহ দিতে সোমবারই আমদাবাদে পৌঁছন শাহরুখ খান। মঙ্গলবার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ‘বাদশা’। দল জেতার পরে মাঠে নেমে উদযাপন করতেও দেখা গিয়েছিল শাহরুখকে।
সেই কিং খানই অসুস্থ হয়ে ভর্তি হন কেডি হাসপাতালে। উল্লেখ্য, ২৬ মে ফাইনাল কেকেআর-এর। শাহরুখ মানেই দলের দ্বাদশ ব্যক্তি। তাঁর উপস্থিতি আন্দ্রে রাসেলদের মাঠে বাড়তি চিন্তায় ফেলে। ২৬ তারিখ ফাইনালে শাহরুখ থাকতে পারবেন কিনা, তা নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা।