OBC, NCBC ওবিসি সার্টিফিকেট বাতিল, খুশি এনসিবিসি চেয়ারম্যান

আমাদের ভারত, কলকাতা, ২২ মে: ২০১০সালের পরে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের (এনসিবিসি) চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির।

বুধবার তিনি কলকাতায় সংবাদমাধ্যমকে বলেন, “আদালতের রায়টি একেবারে সঠিক এবং আমরা স্বাগত জানাই। এ বিষয়ে কলকাতা হাইকোর্ট বলেছেন, পশ্চিমবঙ্গে ২০১০ সালের পরে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হল৷ ২০২৩ সালে আমাদের পর্যালোচনার সময় আমরা দেখেছি যে ২০১০ সালের পরে ৬৫টি মুসলিম জাতি এবং ৬টি হিন্দু জাতি ওবিসি তালিকায় যুক্ত হয়েছিল। আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকার আমাদের কোনও প্রতিবেদন দেয়নি।”

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ পরবর্তী অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তার ফলে বাতিল ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তাই শংসাপত্র বাতিলের নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *