পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: আজ ভোররাতে মেদিনীপুর শহরের গেট বাজারে বিধ্বংসী আগুন লাগে। ঘটনায় বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী ও মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ ভোররাতে শহরের গেট বাজারে থাকা একটি দোকানে হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের তীব্রতা বেড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একধিক দোকানে। ৪-৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানাগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে আগুন দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত এক শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।