পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ জুলাই: ১১ দফা দাবিতে পাঁশকুড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন।
অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারি নীতি এই দুইয়ের চাপে পড়ে বিধ্বস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য জ্বালানি, সবজি ও ডিমের দাম যা বরাদ্দ আছে তা বাজারের দামের থেকে অনেক কম। এছাড়া হলুদ নিজেদের কিনতে হয়। এমতাবস্থায় ২ মাসের সবজি বিল ও জ্বালানি বিল বকেয়া। এছাড়াও একজন কর্মীকে ২টি, এমনকি ৩টি সেন্টারের দায়িত্ব নিতে হয়। একই সময়ে একজন কর্মী কিভাবে ২টি সেন্টারের শিশুদের বৌদ্ধিক বিকাশ ঘটাবে এবং রান্না করে খাওয়ার পরিবেশন করবে?
দু’ মাসের সবজি ও জ্বালানি বিল অবিলম্বে দেওয়া, কর্মী ও সহায়িকা নিয়োগ, অনলাইন কাজ করার জন্য অ্যান্ড্রয়েড ফোন দেওয়া সহ ১১ দফা দাবি নিয়ে আজ পাঁশকুড়ার সিডিপিও’র কাছে ডেপুটেশন ও মেচগ্রামে বিক্ষোভ মিছিল করে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পাঁশকুড়া ব্লক কমিটি। তাতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃত্ব আরতি সিং।