আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ জুলাই: দিনের পর দিন বাড়ছে চুরি ও ডাকাতির ঘটনা। বিশেষ করে বেছে বেছে সোনার দোকানগুলিতে ডাকাতি করার প্রবণতা বেড়ে গেছে। যার জেরে নিরাপত্তা হীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পুরনো সোনা ভেঙ্গে নতুন গয়না তৈরী করার জন্য ব্যবসায়ীদের যে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির তরফ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হলো।
স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি সোনার মূল্য অত্যধিক বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ পুরনো সোনা দোকানে দিয়ে সেটা ভেঙ্গে নতুন গয়না বানিয়ে থাকেন। কিন্তু বর্তমানে চোরাই সোনার অজুহাতে পুলিশ এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ঝামেলা করে থাকেন। উপযুক্ত কাগজ পত্র দেখিয়েও পুলিশি হয়রানি এড়াতে পারেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কে চোরাই সোনা এনে নতুন গয়না বানাচ্ছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তবুও তাদের পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে।
সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চোরাই সোনার সমস্যা নিয়ে পুলিশি ঝামেলা থেকে স্বর্ণ ব্যবসায়ীদের বাঁচানোর আবেদনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান।