আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর:
ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের জে জে আই দুই নম্বর লাইন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনার জেরে বোমাতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে খবর, একটি পরিত্যক্ত কোয়ার্টারে রাখা ছিল একটি ব্যাগ, আর সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একাধিক মুখ বন্ধ কৌটো। সেগুলো দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপাড়া ফাঁড়ির পুলিশ। বোমাগুলি রাখার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই দাবি করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।
অপর দিকে এদিন গোটা ঘটনা জানার পর স্থানীয় তৃণমূল নেতা তথা ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ বোমা উদ্ধার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানান। তবে তার পাল্টা দাবি যে, এই তাজা বোমাগুলি বিজেপি মজুত করেছিল। বিজেপি মানুষের মতামতের উপর ভরসা করে না, ওদের পায়ের তলায় মাটি নেই বলেই দুষ্কৃতীমূলক কাজ চালিয়ে যেতে চাইছে, যাতে ব্যারাকপুরে অশান্তি পাকানো যায়।