Bhaskar Roy, Netizen, ‘উৎসবে ফেরা’ নিয়ে তোপ শিল্পী ভাস্করের, সায় নেটমাধ্যমে

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: “শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের জন্ম”। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে এই গান বিশেষ সাড়া জাগিয়েছিল। ১৯৭১-এর ২২ এপ্রিল গানটি প্রথম আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়। আধুনিক এই সঙ্গীতের শিল্পী ও সুরকার ছিলেন অংশুমান রায়। ‘উৎসবে ফেরা’ নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর পুত্র সঙ্গীত শিল্পী ভাস্কর রায়ের একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটনাগরিকদের একাংশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে সবাইকে উৎসবে ফেরার কথা বলেছেন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বড় হরফে ভাস্করবাবু ফেসবুকে লিখেছেন, “উৎসব করব না কি..
মায়ের আরাধনা করব.. এই সিদ্ধান্ত নেবেন নাগরিক সমাজের মানুষ। চোখের জল নিয়ে উৎসব কখনো হতে পারে না।” বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় সকলেই তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

ব্রজেন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন, “হ্যাঁ, বিচার দাবি করি।” উমাফাল্গুনি সেনগুপ্ত লিখেছেন, “সহমত পোষণ করছি দাদা”। বিপ্লব (বাপী) আচার্য লিখেছেন, “একদম সত্যি। দুর্গা পুজোর এক গুচ্ছ উদ্বোধন যে চলে আসছে।” রমাপ্রসাদ মাইতি লিখেছেন, “উনি উত শবের কথা বলেছেন। আমাদের বুঝে নিতে হবে।”

পরিতোষ ঘোষ লিখেছেন, “উৎসব কি ভাগাড়ে হয়? উৎসবের পরিবেশ লাগে, সুস্থ সংস্কৃতিতে উৎসব পালিত হয়, আগে বিচার, তারপর…. আমি আরাধনা করবো, আমি উৎসবে মাতবো না…. আমার উৎসব! আমার আনন্দ! কেউ ঠিক করে দেবেন নাকি?” সুমিত ঘোষ লিখেছেন, “সহমত পোষণ করছি”। সুমন বড়াল লিখেছেন, “বিচার চাই, দিতে হবে, নইল গদি ছাড়তে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *