স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ সেপ্টেম্বর: গভীর রাতে কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গাড়ি সহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে কৃষ্ণনগরগামী একটি বোলেরো গাড়ি কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ, গাড়িতে তেল ভরার পর টাকা না দিয়ে পালানোর সময় গাড়িটিকে আটকাতে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পাম্পের এক কর্মীর। সেই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে নাকাশিপাড়া টোল প্লাজায় ওই গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। আর সেই ঘটনাতেই বুধবার রাতে বসিরহাট থেকে ওই গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কুমার সানি রাজ জানান, “গত ৮ তারিখ আনুমানিক রাত আড়াইটের সময় একটা চার চাকার বোলেরো পিকআপ ভ্যান শান্তিপুরের ফুলিয়ার কন্দখোলার পেট্রোল পাম্প থেকে চার থেকে পাঁচ হাজার টাকার পেট্রোল ভরে। এরপর বিশ্বজিৎ দাস নামে পেট্রোল পাম্পে কর্মরত একজন তার কাছে টাকা চাইতে গেলে তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় গাড়ির চালক সহ তিনজন। ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দাসকে সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকে এসডিপিও রানাঘাট, শান্তিপুর থানা এবং আমি নিজেও অপরাধীদের খোঁজবার জন্য বিভিন্ন জায়গায় হানা দিয়েছি। সিসিটিভি ফুটেজও চেক করা হয়েছে। কিন্তু এত দ্রুত গাড়িটা ওই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গিয়েছিল যে সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার ধরা পড়েনি। কিন্তু সেখান থেকে কিছু ক্লু পাওয়া গিয়েছিল, যার ফলে মূল আসামিদের গ্রেফতার করা গেছে। বুধবার রাতে বসিরহাট থেকে ওই গাড়ি সহ চারজনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।
তদন্তে জানাগেছে, এদের তাদের নামে আগেও বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ আছে। প্রাথমিকভাবে ওদের বিরুদ্ধে ৩০২, ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আজ রানাঘাট আদালতে তাদের পেশ করা হয়।”