পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: ফেডারেশন অফ ওয়েষ্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকে ৭ দফা দাবিতে আজ দ্বিতীয় দিনেও সারা বাংলাজুড়ে ট্রাক ধর্মঘট চলছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই সহ নেড়াদেউল চন্দ্রকোনা রোডে পড়েছে সেই প্রভাব।
ক্ষীরপাই সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় গিয়ে সরজমিনে কর্মসূচি খতিয়ে দেখছেন পশ্চিম মেদিনীপুর ট্রাক অ্যাসোসিয়েশন সভাপতি প্রদীপ মন্ডল। ট্রাক ধর্মঘটের বেশ কয়েকটি দাবি নিয়ে এই ধর্মঘট। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্রিজে সমস্ত রকমের যান চলাচলের ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘট।