Medinipur, Medical College, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ জেলার সমস্ত মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা বিষয়ে প্রশাসনিক বৈঠক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলাশাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডঃ মৌসুমী নন্দী, সুপার ডঃ জয়ন্ত রাউত সহ জেলার অন্যান্য হাসপাতালের সুপার, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমাশাসকরা। বেলা সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিতে কতগুলি সিসিটিভি লাগবে বা শৌচাগার, মহিলা চিকিৎসকের বিশ্রামাগারের জন্য আনুমানিক খরচের পরিমাণ নিয়েও এদিন আলোচনা হয় বলে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন। সেই সংক্রান্ত হিসেব বৃহস্পতিবার সন্ধের মধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *