আমাদের ভারত, মালদা, ২৪ জানুয়ারি: বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় সাফল্য পেলো মালদহের কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ। এক অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ কর্তারা। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। তাদের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের করারী চাঁদপুর গ্রামে। এলাকার বাসিন্দা হুমায়ুন শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটির হদিস পায় পুলিশ। কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরীর সরঞ্জামও পায় পুলিশ। মূলতঃ নাইন এমএম পিস্তল সহ রাইফেল তৈরি হত এই কারখানাতে উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে বিহারে দুই যুবক ফারুক আহমেদ ও মহম্মদ আজামকে গ্রেপ্তার করে পুলিশ। কি কারণে এই অস্ত্র তৈরী করা হচ্ছিল তার তদন্ত করছেন পুলিশ কর্তারা। নির্বাচনের পূর্বে এমন কারখানার হদিস পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।