স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের জন্য দখল করা দেওয়ালে বিজেপির পাল্টা দখল করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীতে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি এই ভাবে দেওয়াল দখল করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করে বিজেপি।
জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীতে ভোট প্রচারের জন্য তৃণমূলের দখল করা বেশ কয়েকটি দেওয়ালে বিজেপি পাল্টা দখল করেছে বলে অভিযোগ তৃণমূলের। ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও ওয়ার্ডের কো-অর্ডিনেটর মানিক দত্ত জানিয়েছেন, তার ২২ বছর রাজনৈতিক জীবনে এমন ঘটনা তিনি দেখেননি। তাই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানিকবাবু।
অন্যদিকে বিজেপির টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, বাড়ির মালিকের কাছ থেকে পরামর্শ নিয়েই দেওয়াল লিখন করা হয়েছে। যদি কোথাও এ ধরনের অভিযোগ ওঠে তাহলে তা খতিয়ে দেখা হবে। কারণ বিজেপি দখলের রাজনীতি করে না। যদি আমাদের দলের কোনও কার্যকর্তা এ ধরনের কাজ করে থাকে তাহলে আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব বলে আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ ভট্টাচার্য।
তবে, বিজেপির নাম মুছে দিয়ে আবার ওই দেওয়াল তৃণমূল দখল করে নিয়েছে।