অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারি:
পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাস্তায় ৫ নম্বর রাজ্য সড়কে জিতুশোলে। মৃত ব্যক্তির নাম বিজয় মাহাত(৩৫), বাড়ি জিতুশোলে।
জানাগেছে, লোধাশুলি থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন বিজয় মাহাতো নামে ওই ব্যক্তি। সেই সময় উল্টো দিক থেকে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে পাশে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয় মাহাতোর। এলাকায় উত্তেজিত জনতা পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয়। পরে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে অবস্থা আয়ত্বে আনে।