সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জানুয়ারি: মারুতি স্কুল ভ্যানের সাথে একটি চারচাকা গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন এক স্কুল শিক্ষিকা। ভ্যানের আরোহী স্কুল পড়ুয়া সহ দুটি গাড়ির চালক আহত হয়েছেন। আজ সকালে বিষ্ণুপুর থানার কামারপুরে এই ঘটনা ঘটে।
জানাগেছে, একটি মারুতি ভ্যানে করে শিক্ষিকা সহ কয়েকজন পড়ুয়া বিষ্ণুপুর থেকে জয়পুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় ওই স্কুল শিক্ষিকা ও গাড়ির দুই চালক গুরুতর জখম হয়। পড়ুয়ারাও আহত হয়। তাদের সকলকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিক্ষিকা রুমা বিশ্বাস(৩০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।