পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: জেলাশাসকের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত স্কুলগুলিতে মধ্যাহ্নকালীন আহারের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
আজ জেলা বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক, অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক, সহকারি জেলা বিদ্যালয় পরিদর্শক, অবর বিদ্যালয় পরিদর্শক সহ মোট ৬৫ জন আধিকারিক জেলার ৬৯ স্কুল পরিদর্শন করেন। তাঁরা বিদ্যালয়গুলির মধ্যাহ্নকালীন আহারের সামগ্রিক অবস্থা খতিয়ে দেখেন।
জেলাশাসকের নির্দেশে ৭ জানুয়ারি থেকে এই পরিদর্শন শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে আধিকারিকরা জেলার সমস্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তার রিপোর্ট জমা দেবেন।