পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে তাদের পাশে দাঁড়ালো দাসপুরের কাকলি ও সুলেখা। মেয়েদের সৌন্দর্য হলো চুল। সেই চুল ক্যান্সার রোগীদের কেমো থেরাপির ফলে উঠে যায়। সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্যরূপে দেখে অনেকটাই ভেঙে পড়ে। এই সমস্ত ক্যান্সার রোগীদের হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা আজ রেডক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে। আর এখানেই চুল দান করলেন দাসপুরের কাকলি পাল জানা ও সুলেখা। জানা যায়, রেডক্রসের উদ্যোগে বেশ কয়েকবার হেয়ার ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
রেডক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কেউ চাইলেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারবেন। আগামী দিনে যারা হেয়ার ডোনেশন করতে চান তারা সরাসরি মহকুমা শাসক ঘাটাল বা রেডক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন।
কাকলি পাল জানা পেশায় আশা কর্মী। তিনি বলেন, আমি যখন জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করা যায় তারপর সিদ্ধান্ত নিই আমি নিজেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো। আগামী দিনে অন্যদের উৎসাহিত করবো হেয়ার ডোনেশন করার জন্য।